গত ২৪ জানুয়ারী ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার গ্রামাউস এর ষান্মাষিক মূল্যায়ন (জুলাই-ডিসেম্বর)২০২৪ এবং বার্ষিক কমী সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ শহরের ভাটি কাশরস্থ সীমবায়োসিস এর হলরুমে অনুষ্ঠিত বার্ষি ক কর্মী সম্মেলনে গ্রামাউস এর সকল স্টাফগণ উপস্থিত ছিলেন। গত জুলাই ২০২৪ ইং থেকে শুরু করে ডিসেম্বর ২০২৪ ইং পর্যন্ত মাঠপর্যায়ে কর্মীদের লক্ষমাত্রার বিপরীতে অর্জনের উপর ভিত্তি করে ষান্মাষিক মূল্যায়ন করা হয়। মূল্যায়নে মোট ৫ টি এরিয়ার মধ্যে থেকে এরিয়া ভিত্তিক ১ম, ২য় এবং ৩য় স্থান নির্ধারণ করে মোট ১৫ জনকে পুরষ্কৃত করা হয়। তাছাড়া গ্রামাউস এর মাঠ পর্যায়ে সকল কর্মীদের মাঝে সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্ধারণ করে পুরষ্কৃত করা হয়। গ্রামাউস এর মাঠ পর্যায়ে সকল কর্মীদের মাঝে ত্রিশাল শাখার এম-ই অফিসার মোঃ আফনান আহম্মেদ ১ম স্থান, ধারা শাখার এম-ই অফিসার মাকসুদা আক্তার ২য় স্থান এবং হালুয়াঘাট শাখার হিসাবরক্ষক মাকসুদা বেগম ৩য় স্থান অধিকার করেন সেই সাথে গ্রামাউস এর মোট ২৩ টি শাখার মধ্যে সার্বিক মূল্যায়ন ত্রিশাল শাখা ১ম এবং মুক্তাগাছা এবং হালুয়াঘাট শাখা যথাক্রমে ২য় এবং ৩য় স্থান অধিকার করে।
উক্ত মূল্যায়ন এবং বার্ষিক কর্মী সভায় সভাপতি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন গ্রামাউস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব মোঃ আব্দুল খালেক, আরো উপস্থিত ছিলেন গ্রামাউস এর পরিচালক জনাব মোঃ ফজলুর রহমান, উপ-পরিচালক আবুল কালাম আজাদ এবং উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান।