কৃষিখাতে ঋণ বিতরণে অধিক অবদান রাখার নিমিত্তে এবং মাঠ পর্যায়ে প্রান্তিক কৃষক ও মাঝারী চাষীদের চাহিদা বিবেচনা করে গ্রামাউস এর সুফলন ঋণের আওতায় বোরো ধান চাষের জন্য বোরো ঋণ বিতরণ করা হয়েছে। কর্মএলাকার বাছাইকৃত কৃষকদের মাঝে চাহিদার কথা বিবেচনা করে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বোরো ঋণ বিতরণ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ জেলার ০৫ টি উপজেলায় মোট ৯ টি শাখা অফিসের মাধ্যমে জানুয়ারী ২০২৫ ইং মাসের মধ্যে মোট ২ কোটি টাকা ঋণ বিতরণ করার লক্ষমাত্রা নির্ধারন করা হয়। তার মধ্যে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেরার, ফুলপুর শাখায় ১০০ জন, ভাইটকান্দি শাখায় ১২৪ জন এবং সমৃদ্ধি শাখায় ৫০ জন সহ মোট ৩২৫ জন প্রান্তিক ও মাঝারী কৃষকদের মাঝে ১ কোটি টাকার বোরো ঋন বিতরণ করা হয়েছে। ৪ মাস মেয়াদী এই মৌসুমী ঋণ বিতরনের ফলে কৃষকগণের বোরো আবাদ বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরো সুদৃঢ় হবে।